নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং ৫/৬নং বাজার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ মে) দুপুরে সভাকক্ষে কর্মরত চিকিৎসক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একে এম হাদী, মেডিক্যাল অফিসার মাসুদা জান্নাত, ডা. নাজমুন নাহার ডলি, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, প:প: পরিদর্শক আজাদুল ইসলাম, প:ক: পরিদর্শিকা বিশাতা কালাম হ্যাপি, ইউপি সদস্য সাদিকুর রহমান ও সংরক্ষিত ইউপি সদস্যা সাবেরা খাতুন প্রমুখ।
সভায় হাসপাতালে আগত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদান করতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এ ছাড়াও অবকাঠামো সমস্যা সমাধানে হাসপাতাল ব্যবস্থা কমিটি সবসময় সচেতন এবং কার্যকরি ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।