বানিয়াচং প্রতিনিধি ।। হবিগঞ্জের বানিয়াচংয়ে সুজাতপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে মহিদুদ মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩ মে ) বেলা ২টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।

এ সময় সুজাতপুর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার একদল পুলিশ।