বানিয়াচং প্রতিনিধি।। হবিগঞ্জের বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) রাত ৭টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যলায়ে নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শোয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশে এর সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তাগণ বলেন, ইসলামি নাগরিক ফোরাম যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল সে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াতে ভূয়সী প্রশংসা করা হয়। এ ছাড়াও যে কোন বাঁধা-বিপত্তি অতিক্রম করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সহসভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু, যুগ্ম সম্পাদক মাওলানা আবুল আহমদ, ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সম্পাদক হাফেজ জহির উদ্দিন সোহেল, হাফেজ পিয়ার আহমদ, মাওলানা হাফিজুর রহমান, মাহমুদ আলী ও সাংবাদিক মোঃ আব্দাল মিয়া প্রমুখ।