নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ছাদিকুর মিয়া তালুকদার। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাওলানা শেখ শোয়াইব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর সঞ্চালণায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ছাদিকুর মিয়া তালুকদার। বক্তব্যে তিনি বলেন, বানিয়াচংয়ের মানুষ ধর্মপ্রাণ। ইসলামি তাহজিব-তামুদ্দুন মেনে জীবন-যাপন করতে ভালোবাসেন। আমার প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশের ক্ষমতায় আসীন হয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন যা এখন পর্যন্ত বহাল আছে।
আমি সেই নেতার দলের একজন কর্মী হিসেবে প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ শুরু করেছি। এ ক্ষেত্রে বানিয়াচংয়ের স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম নেতৃবৃন্দের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। এ সংগঠন আমাকে আবেকতাড়িত করে এবং এ সামাজিক কার্যক্রম প্রশংসা যোগ্য।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফোরামের নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা শাহ্ খলিল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহির উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ হাফেজ আখলাকুর রহমান খান পিয়ার, প্রচার সম্পাদক মাওলানা মোজাম্মিল হক, নির্বাহী সদস্য মোঃ আব্দাল মিয়া, আক্তার হোসেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আতাউর রহমান ও মাওলানা মোজাক্কির হোসেন প্রমুখ।