শিব্বির আহমদ আরজু : হবিগঞ্জের বানিয়াচংয়ে সুজাতপুর হাওরে ধান কাটতে গিয়ে সৌরভ দাস (২০) নামে এক শ্রমিক বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ১২ নং সুজাতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের ধনঞ্জয় দাসের ছেলে।
বুধবার (৩ মে) বিকাল ৩টায় বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন। এ তথ্য তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস।