স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক সেবন ও রাখার দায়ে মোঃ বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৩টায় বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বড়ইউড়ি গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়াকে ৫শ’ টাকা ও ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার একদল পুলিশ।