শেখ মোঃ আলমগীর/শাহিনুর রহমান : বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে বদলী জনিত পদোন্নতিতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করে বানিয়াচং মডেল প্রেসক্লাব। সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন । বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, পৃথিবীর বিখ্যাত গ্রাম হচ্ছে বানিয়াচং।
এ গ্রামের ইতিহাস-ঐতিহ্য সুপ্রাচীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২টি বছর দায়িত্ব পালনকালে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা পেয়েছি। এতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্মজীবনে যেখানেই থাকি এ অঞ্চলের কথা স্মরণ থাকবে।
সাধারণ সম্পাদক মো: আব্দাল মিয়ার সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজল উল্লাহ খান ও শেখ আবুল মনসুর তুহিন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, মডেল প্রেসক্লাবের সহসভাপতি শামীম চৌধুরী, আব্দুল মালেক, মিজানুর রহমান ও নুর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে খাগড়াছড়ি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলী করা হয়েছে।