স্টাফ রিপোর্টার ।। বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুধর্ব-১৭)-২০২৩ এর ফাইনাল খেলায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন।
গতকাল রবিবার বিকাল ৪টায় ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিবুর রহমানের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধূলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ওই টুর্নামেন্ট গ্রাম-গঞ্জের সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধূলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রশংসার দাবিদার। তাছাড়া মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে দেশের ভিতরে এবং বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবেন।
তিনি আরো বলেন, এ বছরও বালক-বালিকা হতে বাঁছাই করা সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারদের ব্রাজিল ও ইউরোপসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। খেলাধূলার প্রতি এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.নাজমুল হোসেন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,
মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাস্টার ফজল উল্লাহ খান, শেখ আবুল মনছুর তুহিন, মোঃ ছায়েব আলী, মোঃ শাহজাহান মিয়া ও উপ প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ। রেফারীর দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুর রউফ।