বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফের সংঘর্ষে মঈনুল ইসলাম (২৫) নামের যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মহিলাসহ অন্তত ১০ জন। সোমবার (২২) মে বিকালে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হন মঈনুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা গেছেন। নিহত যুবক মঈনুল ইসলাম ঐ গ্রামের নুরুল ইসলামের পুত্র। উপজেলায় ২ মাসের মধ্যে একাধিক সংঘর্ষে আরও ৬জন প্রাণহানির ঘটনায় সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।
জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি স্যানেটারি ল্যাট্রিন বসায়। এ নিয়ে তার আপন ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। এতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে দ্রæত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করলে রাত ৩ টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যান্য আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত- সংঘর্ষ রোধ করতে নানান উদ্যোগ নিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। ইতিমধ্যে জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের যৌথ উদ্যোগে নানান শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়াও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ উপজেলা আইন শৃঙ্খরা কমিটির মাধ্যমে রেজুলেশন পাশ করে ১ সপ্তাহের মধ্যে সকল প্রকার দেশীয় অস্ত্র উদ্ধারের নোটিশ জারি করেছেন।