বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির ডাকা হরতাল সফলের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিল থেকে ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনাব আলী কলেজের সামন থেকে লাঠি-সোঁটা নিয়ে গ্যানিংগঞ্জ বাজারের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পুবালি ব্যাংকের সামনে আসামাত্র পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় মিছিল থেকে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু ও কৃষক দলের সদস্য সচিব মোক্তাদির হাসান সেবুলকে আটক করে পুলিশ। এবিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাশকতা এড়াতে গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিকালে বিএনপি মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় নেতাকর্মীরা দৌঁড়ে পালিয়ে যায়। সেখান থেকে ২জনকে আটক করা হয়। ক্যাপশন –