হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমের এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ১২ নং ইউপি চেয়ারম্যান মোঃ ছাদিকুর রহমান প্রমূখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক। অনুষ্ঠানে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে সুপার হাইব্রীড (এফ-১) ধানের বীজ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন,
‘কৃষিবান্ধব রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের সহযোগিতা করে যাচ্ছেন। কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনা বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, গাছের চারা ও অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষকদের সাবলম্বী করেছেন। কৃষিক্ষেত্রে বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে প্রতি মাসে সরকার হাজার হাজার টাকা ভর্তুকি দিয়ে টিসিবি পণ্য দিয়ে যাচ্ছেন।
এছাড়াও রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন একমাত্র বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।