শেখ মোঃ আলমগীর/ বদরুল লষ্কর : বানিয়াচংয়ে ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি‘র আওতায় উপজেলার ১৫ টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলামসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। খেলাধূলা করলে ক্লান্তি দূর হবে এবং বিকাশ ঘটবে জ্ঞানের। এ ক্ষেত্রে শিক্ষকদেরকে ভালোভাবে পাঠদানের কোন বিকল্প নেই।