শেখ মোঃ আলমগীর/বদরুল লস্কর : হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পদ্মাসন সিংহ।
সভা পূর্বে বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি শেখ নুরুল ইসলাম ও শিক্ষিকা সাধনা রাণীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।