নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে উত্তর সাঙ্গর দাখিল মাদ্রাসার উদ্যোগে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম ফুল মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর সাঙ্গর দাখিল মাদ্রাসার সুপার আবু নাসের খান ও ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসাইন বেলু। উপস্থিত ছিলেন এইচ এম জাহির, উবায়দুর রহমান, আইদুল ইসলাম, মোস্তফা কামাল, আফজাল হোসাইন, মোবারক হোসাইন, জুবায়ের আহমদ, হাফেজ রুহুল আমিন, নাছির উদ্দিন, আব্দুল আজিজ, কাজী সেলিম, রমজান হোসাইন, আজিজুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাহবুবুর রহমান কাউছার।
বক্তাগণ বলেন, বায়তুল মোকাদ্দস হচ্ছে মুসলমানদের প্রথম ক্বেবলা। এ মসজিদের অবমাননা কোন মুসলমান মেনে নিবেন না। এ ক্ষেত্রে নিরীহ ফিলিস্তিনের উপর ইসলাইল কর্তৃক বর্বরোচিত বোমা হামলা বন্ধে জাতিসংঘের প্রতি আহবান জানাচ্ছি।