বানিয়াচং প্রতিনিধি ।। হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘ইসলামিক ফাউন্ডেশন’র শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ জামে মসজিদের ২য় তলায় শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলায়মান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ কেয়ারটেকার মাওলানা বাহা উদ্দিন ও মাওলানা আব্দুল মালিক, ই’ফা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, উপদেষ্টা মাওলানা শফিকুর রহমান, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা মাসউদ খান, মাওলানা মোজাম্মিল হোসেন, মাওলানা মোশাররফ হোসেন, হাফেজ মাওলানা আব্দুস সালাম, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলায়মান বলেন, ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে বিত্তশালীদের জাকাত প্রদানের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। এ ছাড়াও জঙ্গিবাদ, সন্ত্রাস, গুজব, মাদক, সুদ, ঘুষ ও নানান অপরাধের বিরুদ্ধে সম্মানীত ইমামগণ খুতবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।