শেখ মোঃ আলমগীর : বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা জামে মসজিদের ২য় তলায় শিক্ষকদের মানোন্নয়নের জন্য ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ইফা জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার আব্দুল আহাদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলায়মান ও মোঃ ইসহাক। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ সাইদুর রহমান, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও মডেল শিক্ষক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।