নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান। বুধবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন মাওলানা শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, উপজেলা ইসলামি সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দারুল কোরআন মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল অলি, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির উপদেষ্টা মাওলানা শায়খ শফিকুর রহমান, সভাপতি মাওলানা ছাইদুর রহমান খান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ আরজু,
বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারী, মাওলানা মোশারফ হোসেন, মাস্টার তজমুল হক, মাওলানা মোজাম্মিল হোসেন ও মাওলানা ইমরান আহমদ উসমানীসহ শিক্ষক, খতিব, মুহতামিম এবং অর্ধ শতাধিক আলেমবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, আমি সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চাই। এ ক্ষেত্রে অফিস সবার জন্য উন্মুক্ত থাকে। আমি চাই বানিয়াচং উপজেলার আইন শৃঙ্খলাসহ সকলক্ষেত্রে নাগরিক সেবা বৃদ্ধিতে সম্মানীত আলেম সমাজের সহযোগিতা কামনা করছি। এসময় আলেম নেতৃবৃন্দও বরাবরের ন্যায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।