শেখ মোঃ আলমগীর : বানিয়াচংয়ের তাহমিদুল হক রুভ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত কামাল খানী গ্রামের দৌলত মিয়ার পুত্র। তার পিতা বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসায় অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তাহমিদুল নটরডেম কলেজ ও বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন।
রুভরা ৩ ভাই। তার বড় ভাই তানজিমুল হক শুভ কুমিল্লা বিশ্বদ্যিালয় হতে রসায়নে পড়াশোনা করে সরকারি চাকুরিতে যোগদান করেছেন। ছোট ভাই এহসানুল হক ছোটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত।