মখলিছ মিয়া : বানিয়াচংয়ের চাঞ্চল্যকর তানভির হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিহত তানভীরের বাবা মন্তাজ মিয়া বাদী হয়ে জামির মামদকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলাটি দায়ের (মামলা নং ৬, তারিখ ১১.১.২১) করেন। মামলা দায়েরের পর পরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মোতাহের মিয়া,সাবলাল ওরফে আব্দুল আউয়াল এবং মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে বানিয়াচং থানার এসআই আব্দুস ছত্তারসহ একদল পুলিশ বড়ইউরি গ্রামে অভিযান চালিয়ে ফারুক নামে অপর এক আসামিকে গ্রেফতার করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বানিয়াচং থানার এস আই আব্দুস ছত্তারকে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ের কলেজ ছাত্র তানভীর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- ৭৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ