স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ’র নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ জামে মসজিদে মাওলানা ফিরোজ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা ইউনূস আলীর এর সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক।
সভায় মাওলানা ফিরোজ আহমদ সভাপতি, মাওলানা যোবায়ের আহমদ সাধারণ সম্পাদক ও মাওলানা ইয়াকুত আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, মাওলানা আনহার আহমদ সহসভাপতি ও মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইউনূস আলী সহসাধারণ সম্পাদক, মাওলানা সাইদুর রহমান সহসাংগঠনিক সম্পাদক, মাওলানা মঈনুদ্দিন প্রচার সম্পাদক, হাফেজ সাজ্জাদুর রহমান কোষাধ্যক্ষ, হাফেজ মোস্তাক আহমদ ক্রীড়া সম্পাদক, হাফেজ মাহমুদ আলী সমাজসেবা সম্পাদক,
মোঃ শাহনুর মিয়া ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, বদরুল আলম উন্নয়ন সম্পাদক, মাওলানা ছানাউর আলী দফতর সম্পাদক, সাঈদ আলম আইসিটি সম্পাদক, মোছা: সাজনা বেগম মহিলা সম্পাদক, মাওলানা ছালিকুর রহমান, মুনতাছির বিল্লাহ, মাওলানা মুহিবুর রহমান, এহসানুল হক, হাফেজ আব্দাল মিয়া ও আবু মুসাকে কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত করা হয়।