নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলার ১৪ ও ১৫নং ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিথঙ্গল কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু নাছের খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে বানিয়াচং উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন ও ১৩নং মন্দরী ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা ওবায়দুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪নং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ হলেন, মাওলানা সাজিদুর রহমান সভাপতি, মাওলানা লুৎফর রহমান সাধারণ সম্পাদক ও মৌলভি ফয়সাল আহমদ সাংগঠনিক সম্পাদক, ১৫ নং পৈলারকান্দি ইউনিয়ন মাওলানা আবুল হুসাইন সভাপতি,
মাওলানা জাবির হুসাইন সাধারণ সম্পাদক ও মাওলানা সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক। ২ ইউনিয়নের অপর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ পদাধিকার বলে সদস্য হিসেবে বিবেচিত হবেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু নাছের খান বলেন, ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে শিক্ষকবৃন্দকে রাজস্ব খাতসহ বেতন বৃদ্ধি করতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে শিক্ষকবৃন্দ যে বেতন পান তা নেহায়েত কম। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করি।