ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচংয়ের ৫নং দৌলতপুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় মাওলানা তাফসির আহমদ এর সভাপতিত্বে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলার উপদেষ্টা বিশিষ্ট আলেম মাওলানা আফরোজ আল হাবিব।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা তাফসির আহমদ সভাপতি, মাওলানা আমির হোসেন সহসভাপতি, মাওলানা গোলাম মস্তোফা সাধারণ সম্পাদক, মাওলানা তানজিমুল হাসান সাংগঠনিক সম্পাদক, মাওলানা আমিনুল ইসলাম কোষাধ্যক্ষ, মাওলানা ফখরুল ইসলাম দফতর সম্পাদক, কার্যকরি কমিটির সদস্য মাওলানা আশরাফুল ইসলাম,মাওলানা আব্দুল গাফফার ও মাওলানা রমিজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফরোজ আল হাবিব বলেন, ইসলামিক ফাউন্ডেশন এর এ বৃহৎ প্রকল্পকে রাজস্ব খাতে নিতে হবে। কারণ হচ্ছে, এ প্রকল্পে সম্পৃক্ত শিক্ষকরা পাঠদানের পাশাপাশি সমাজ উন্নয়নেও অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছেন। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।