নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই। তিনি বুধবার ভোর ৪.টা ৩০ মিনিটে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি ৩ ছেলে ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যশোর ৫ আসন থেকে ৩ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।