বিশেষ প্রতিনিধি : আনন্দ উৎসব মুখরিত পরিবেশে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) আমেরিকা প্রবাসী আলী আজগর খান হামিদ এর সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী মোঃ মিজানুর রহমান চৌধুরী রুমন এর সঞ্চালণায় ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সর্ব সম্মতিক্রমে আমেরিকা প্রবাসী আশরাফ হোসেন খান সুমনকে সভাপতি, কুয়েত প্রবাসী এ এইচ খান এনামকে নির্বাহী সভাপতি এবং স্পেন প্রবাসী সময় টেলিভিশনের স্পেন প্রতিনিধি সাইফুল আমিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ সভাপতিঃ নজরুল ইসলাম সোহেল (যুক্তরাজ্য),
সহ সভাপতি যথাক্রমেঃ আশিক আলম (ইতালি),
এম এইচ খান রাজু (ফ্রান্স),
সখিনা খাতুন সখি (যুক্তরাজ্য), তারেশ বাবু (বাহরাইন), মিজানুর রহমান চৌধুরী রুমন(কুয়েত), আনোয়ার হোসেন (কুয়েত), মিজানুর রহমান মিজান (কাতার), উবাইদুর রহমান বকুল (কাতার), মুজাহিদুল ইসলাম সুজন (যুক্তরাজ্য), মিজানুর রহমান স্বপন(স্পেন), ফেরদৌস চৌধুরী(যুক্তরাজ্য), শেখ মোস্তাক আহমদ(সৌদিআরব),
সিনিয়র যুগ্ন সম্পাদকঃ হাসান দুলাল চৌধুরী (কুয়েত),
যুগ্ন সম্পাদক যথাক্রমেঃ আবুল কালাম (ইংল্যান্ড), সাগর মল্লিক (কাতার), সুহেল চৌধুরী (কাতার),
মিজানুর আলম মিজান (ফ্রান্স)।
সাংগাঠনিক সম্পাদক যথাক্রমেঃ
সালাউদ্দিন ফয়সল(বাহরাইন),
শেখ হিমেল আহমেদ (সৌদি আরব),
খালেদ আহমেদ (ইতালি),শামীম আহমদ (দুবাই), সাখাওয়াত হোসেন লিটন (গ্রিস)।

প্রচার সম্পাদকঃ মহসীন রহমান তালুকদার(কাতার), সহ প্রচার সম্পাদকঃ রুবেল মিয়া (কুয়েত),
দপ্তর সম্পাদকঃ হাসানুল হক চুন্নু (বাহরাইন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ আসাদ মিয়া(গ্রিস),
সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ বিলাল হোসেন (সৌদি আরব),
মহিলা বিষয়ক সম্পাদিকাঃ নিগাদ জাহান চৌধুরী(যুক্তরাজ্য),
ক্রীড়া সম্পাদকঃ সালাউদ্দিন জনি(যুক্তরাজ্য),
সহ ক্রীড়া সম্পাদকঃ শোয়েব আহমেদ (ইতালি),
সমাজ কল্যাণ সম্পাদকঃ হেলাল উদ্দীন আহমেদ (আমেরিকা),
সহ সমাজ কল্যাণ সম্পাদকঃ শেখ আমিনুল ইসলাম (আমেরিকা),
প্রকাশনা সম্পাদকঃ মোঃ জাকির হোসেন(জর্ডান),
সহ প্রকাশনা সম্পাদকঃ আলতাব হোসেন।
সবার সু উচ্চ মতামতের ভিত্তিতে আলি আজগর খান হামিদ (আমেরিকা)কে সম্মানিত সদস্য ঘোষণা করায় হয়।
সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন,(বিদেশ) প্রধান উপদেষ্টাঃ আলি আকবর খান(আমেরিকা), উপদেষ্টা মণ্ডলীরা যথাক্রমেঃ ব্যারিস্টার এনামুল হক(যুক্তরাজ্য),
মোতাব্বির হোসেন(গ্রিস),
হেলাল উদ্দিন(যুক্তরাজ্য),
নুরুজজামান খান হানু(যুক্তরাজ্য),
শামীম আহমেদ চৌধুরী(ইতালি),
অলি আহাদ(যুক্তরাজ্য),
আলী আহমদ(ওমান),
দিলোয়ার হোসেন শিবলী(যুক্তরাজ্য) কামাল চৌধুরী(ফ্রান্স)।

হাওড়- বাওড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি,সূফী সাধক,বরেণ্য রাজনিতীবিদ,শিল্প সাহিত্য, বুদ্ধীজিবীদের পদচারণায় ধন্য বানিয়াচং এর পুণ্যভূমি। বহির্বিশ্বেও বানিয়াচং বাসীদের গড়ে উঠেছে একটা শক্ত অবস্থান। সবার সাথে বন্ধুত্ব,ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে সুসংহত করার জন্যে দেশের অসহায় হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সারাবিশ্বে বসবাসরত বানিয়াচং উপজেলার সকল প্রবাসীদের মতামতের ভিত্তিতে ‘মানবতার টানে-ভালোবাসার বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে সামাজিক সংগঠন, “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ”।