নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। সোমবার (২৭ জুলাই) উপজেলায় বন্যায় কবলিত ১০নং সুবিদপুর ইউনিয়নের নোয়াগাও, প্রতাপপুর মশাকলী, নতুন নোয়াগাও ১৩নং মন্দরী ইউনিয়নের সুনামপুর এবং ৯নং পুকড়া ইউনিয়নের কবিরপুর,কাঁঠালিয়া, কান্দিপারা, দিঘলবাগসহ বিভিন্ন গ্রামে অসহায়, দরিদ্র,দিনমজুর মানুষের মাঝে প্রায় ২ শ’ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন তিনি।
তিনি বলেন, তা ছাড়া যে গুলো আশ্রয় কেন্দ্রে অসহায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ আশ্রয় নিয়েছে পর্যায়ক্রমে ত্রাণ দিয়ে যাব। আমি তাদের পাশে আছি,পাশে থাকব ইনশা আল্লাহ।