শিব্বির আহমদ আরজু : বন্যায় অসহায় মানুষদের দূর্দশা লাঘবে সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তি গত পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করে যাচ্ছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বুধবার (২৯ জুলাই) উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া,বলাকীপুর, সুনারু, সুবিদপুর,আতুকুড়া গ্রামের অসহায়-দরিদ্র ও বন্যা দূর্গত ১২০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আতুকুড়া গ্রামের মেম্বার জালাল আখঞ্জী, মহিলা মেম্বার আমেনা খাতুন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সুমন আখঞ্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৈশ্বিক দূর্যোগ কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে মৃত্যুকে উপেক্ষা করে হবিগঞ্জে যে ক’জন জনপ্রতিনিধি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অসহায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের দোরগড়ায় সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। করোনা ভাইরাস থাকাবস্থায়ই ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে থেকে নির্মোহ চিত্তে কাজ করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ভানবাসী মানুষদের দূর্দশা প্রত্যক্ষ করে সরকারি ত্রাণের বাইরেও পারিবারিকভাবে শুকনো খাবার তিনি বিতরণ করে যাচ্ছেন। যা গণমাধ্যমের নজর কেড়েছে।