কাজী মাহমুদুল হক সুজন : টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে চুনারুঘাট উপজেলার নিমাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রাম। উপজেলার গাজীপুর,আহম্মদাবাদ, সাটিয়াজুরী, পাইকপাড়া, রানীগাঁও ইউনিয়নের এসব গ্রামের ফসলি জমি,পুকুর,রাস্তা-ঘাট তলিয়ে গেছে। সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁধের ভাঙ্গণে দেয়া সাঁকোটি বন্যার পানি ভাসিয়ে নেয়ায় কুনাউড়া,কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা গৃহবন্দি হয়ে পড়েছেন।
জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। পানি উঠায় ও সাঁকোটি ডুবে যাওয়ায় সাটিয়াজুরী ইউনিয়নের কৃষ্ণপুর-কুনাউড়া দারাগাঁও রাস্তা বন্ধ রয়েছে। গাজীপুর ইউনিয়নের জারুলিয়া,ছনখলা,ভাগিয়ারগাও,বড়জুম,কাটুয়ামারা,গুলছড়ি,পাটাবিলসহ ১০/১২ টি গ্রাম,আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল,বনগাও,ঘনশ্যামপুর,রাজারবাজার, ছয়শ্রীসহ ৭/৮ টি গ্রাম প্লাবিত হয়েছে। সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ জানান, ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সাঁকো,ফসলি জমি ও রাস্তা-ঘাট।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, সবগুলো ইউনিয়নের খবর এবং পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।