ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা Logo সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণকে তথ্য জানাতে হবে : ড. আব্দুল হাকিম Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া Logo নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার : জেলা আ’লীগ অফিসে উদ্বোধন করবেন স্মার্ট কর্নার Logo উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নির্বাচিত করুন : এমপি মজিদ খান Logo ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন এমপি মজিদ খান Logo উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে সততা ডায়াগস্টিক সেন্টার উদ্বোধন Logo বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্রবাজদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে Logo বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই : ব্যাপক ক্ষতি

বদলে যাও

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ আরজু :
জীবনে উন্নতি করতে চাইলে নিজেকে বদলে ফেলুন। ব্যক্তি জীবনে ইতিবাচক হোন। নিজেকে সারাক্ষণ ভালো কাজে ব্যস্ত রাখুন। কারো ভালো কাজে কখনো ঈর্ষান্বিত হবেন না। কারণ হিংসা মানুষের ভালো কাজসমূহকে ধ্বংস করে দেয়। সব সময় নিজেকে একজন শিক্ষার্থী ভাবুন। যখন মনে করবেন আমি অনেক কিছু জানি/আমি কম কিসের! তখনি নিজেকে নিজে একধাপ নিচে নামিয়েছেন ভাবতে হবে। প্রকৃতি থেকে শিক্ষা নিন। আত্মবিশ্বাসী হোন। ভালো কাজকে সমর্থন দিন,পাশাপাশি খারাপ কাজ থেকে বিরত থাকুন। মনে রাখুন, একবার অবিশ্বাসী হলে বিশ্বাসী হতে আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে। চরিত্রবান হোন। সদা-সর্বদা সত্য কথা বলুন। মিথ্যা থেকে দূরে থাকুন। হীনমন্যতায় ভুগবেন না। সফল হতে হলে ভালো কাজে লেগে থাকুন। নিজের কাছে নিজে সৎ থাকুন। ফালতু কাজকে ছুড়ে ফেলুন। খারাপ বন্ধুদের এড়িয়ে চলুন। দৃঢ় আত্মপ্রত্যয়ী হোন। নিজেকে শক্তিশালী ভাবুন। দূর্বল ও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। মনে রাখুন, সফলতা ও পরাজয় মূদ্রার এপিঠ-ওপিঠ। কোন কাজে যখন পরাজয় সামনে থাকবে তখন কাজটি অনেকটা ত্রুটিমুক্ত করতে সচেষ্ট হবেন। অংশীদার কাজে ক্ষতি হলে একে অপরকে কোন প্রকার দোষারূপ করবেন না। বরং কাজের আগেই প্রয়োজনীয় পরামর্শ সেরে নিন। শরীক ঠকানোর চেষ্টা করবেন না। সব সময় নিজের কাছে নিজে সৎ ও পূত পবিত্র থাকুন। মনে রাখুন, সফলতার রাস্তা অনেক কঠিন, তবে অসম্ভব নয়। নিজেকে নিয়ে ভাবুন এবং জানুন। কোন কিছু পরিবর্তন আনতে চাইলে একটি লক্ষ স্থির করুন। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে পরিবর্তন আনুন। অর্থ সঞ্চয় করুন। লোভ ত্যাগ করুন। নিজেকে একেবারে ছোট ভাববেন না। তবে যে অবস্থায় আছেন তার চেয়ে বেশি ভাবাও ঠিক হবে না। নিজেকে সফল মানুষ হিসেবে ভাবতে শিখুন। ভুল থেকে শিক্ষা নিন। একই ভুল বারংবার করা যাবে না। মানুষকে ভালোবাসুন। সব সময় মনকে বড় এবং সতেজ রাখুন। তোমার যা আছে তা থেকেই সমাজ এবং দেশের জন্য কিছু করার চিন্তা করুন। দেশপ্রেমিক হোন। জনৈক এক দার্শনিক বলেছেন, “প্রত্যেক জীবনের একটি গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো”। মাইক্রোসফট নির্মাতা বিলগেটস বলেন, আপনি যদি গরীব পরিবারে জন্ম নেন, তাহলে দোষের কিছু নয়, তবে গরীব হয়ে মৃত্যুটা অপরাধ। কথায় বলে, “দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জল মুহূর্তটির দ্বার খুলে দেয়”। প্রত্যেক পরাজয়, অবহেলা ও অপমানকে শক্তিতে পরিণত করুন। নিজের দূর্বলতা সব মানুষের কাছে বলবেন না। কথা হজম করতে শিখুন। দেশকে ভালোবাসুন। বন্ধু হিসেবে উদার,সত্যবাদী ও দৃঢ় সংকল্পকারি ব্যক্তিকে বেছে নিন। দুঃসময়ে কাউকে নতুন করে আবার আঘাত দিতে যাবেন না। কর্মকে ছোট করে দেখবেন না। ভারতের পরমানু বিজ্ঞানী ও সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বাবা মুচি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ছোটবেলায় দুধ বিক্রেতা ছিলেন। কাজেই এ রকম উদাহরণ এ সমাজে আরো বহু আছে। আসুন নিজেকে বদলে দেওয়ার পাশাপাশি সমাজকেও বদলে দেই। শুধু নিজের জন্য না ভেবে অসহায়-গরীব প্রতিবেশি এবং স্বজনদের জন্যও ভাবুন। তবে বর্ণচোরা-ছদ্মবেশি হিসেবে নয়, সত্যিকারের মনুষ্যত্ববোধ মানুষ হিসেবে সমাজ,দেশ ও জাতির জন্য কাজ করি। অন্যথায় নিজে অঢেল ধন-সম্পত্তির মালিক হলেও সমাজ পিছিয়ে থাকার কারণে এর সুফল ভোগ করতে পারবেন না। জড়তা-ব্যর্থতা ঝেড়ে ফেলে নিজের ভাবার সাথে সাথে সমাজ এবং দেশ নিয়েও ভাবি।
লেখক : সম্পাদক, তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

বদলে যাও

আপডেট সময় ০৪:৫৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

শিব্বির আহমদ আরজু :
জীবনে উন্নতি করতে চাইলে নিজেকে বদলে ফেলুন। ব্যক্তি জীবনে ইতিবাচক হোন। নিজেকে সারাক্ষণ ভালো কাজে ব্যস্ত রাখুন। কারো ভালো কাজে কখনো ঈর্ষান্বিত হবেন না। কারণ হিংসা মানুষের ভালো কাজসমূহকে ধ্বংস করে দেয়। সব সময় নিজেকে একজন শিক্ষার্থী ভাবুন। যখন মনে করবেন আমি অনেক কিছু জানি/আমি কম কিসের! তখনি নিজেকে নিজে একধাপ নিচে নামিয়েছেন ভাবতে হবে। প্রকৃতি থেকে শিক্ষা নিন। আত্মবিশ্বাসী হোন। ভালো কাজকে সমর্থন দিন,পাশাপাশি খারাপ কাজ থেকে বিরত থাকুন। মনে রাখুন, একবার অবিশ্বাসী হলে বিশ্বাসী হতে আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে। চরিত্রবান হোন। সদা-সর্বদা সত্য কথা বলুন। মিথ্যা থেকে দূরে থাকুন। হীনমন্যতায় ভুগবেন না। সফল হতে হলে ভালো কাজে লেগে থাকুন। নিজের কাছে নিজে সৎ থাকুন। ফালতু কাজকে ছুড়ে ফেলুন। খারাপ বন্ধুদের এড়িয়ে চলুন। দৃঢ় আত্মপ্রত্যয়ী হোন। নিজেকে শক্তিশালী ভাবুন। দূর্বল ও নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। মনে রাখুন, সফলতা ও পরাজয় মূদ্রার এপিঠ-ওপিঠ। কোন কাজে যখন পরাজয় সামনে থাকবে তখন কাজটি অনেকটা ত্রুটিমুক্ত করতে সচেষ্ট হবেন। অংশীদার কাজে ক্ষতি হলে একে অপরকে কোন প্রকার দোষারূপ করবেন না। বরং কাজের আগেই প্রয়োজনীয় পরামর্শ সেরে নিন। শরীক ঠকানোর চেষ্টা করবেন না। সব সময় নিজের কাছে নিজে সৎ ও পূত পবিত্র থাকুন। মনে রাখুন, সফলতার রাস্তা অনেক কঠিন, তবে অসম্ভব নয়। নিজেকে নিয়ে ভাবুন এবং জানুন। কোন কিছু পরিবর্তন আনতে চাইলে একটি লক্ষ স্থির করুন। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে পরিবর্তন আনুন। অর্থ সঞ্চয় করুন। লোভ ত্যাগ করুন। নিজেকে একেবারে ছোট ভাববেন না। তবে যে অবস্থায় আছেন তার চেয়ে বেশি ভাবাও ঠিক হবে না। নিজেকে সফল মানুষ হিসেবে ভাবতে শিখুন। ভুল থেকে শিক্ষা নিন। একই ভুল বারংবার করা যাবে না। মানুষকে ভালোবাসুন। সব সময় মনকে বড় এবং সতেজ রাখুন। তোমার যা আছে তা থেকেই সমাজ এবং দেশের জন্য কিছু করার চিন্তা করুন। দেশপ্রেমিক হোন। জনৈক এক দার্শনিক বলেছেন, “প্রত্যেক জীবনের একটি গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো”। মাইক্রোসফট নির্মাতা বিলগেটস বলেন, আপনি যদি গরীব পরিবারে জন্ম নেন, তাহলে দোষের কিছু নয়, তবে গরীব হয়ে মৃত্যুটা অপরাধ। কথায় বলে, “দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জল মুহূর্তটির দ্বার খুলে দেয়”। প্রত্যেক পরাজয়, অবহেলা ও অপমানকে শক্তিতে পরিণত করুন। নিজের দূর্বলতা সব মানুষের কাছে বলবেন না। কথা হজম করতে শিখুন। দেশকে ভালোবাসুন। বন্ধু হিসেবে উদার,সত্যবাদী ও দৃঢ় সংকল্পকারি ব্যক্তিকে বেছে নিন। দুঃসময়ে কাউকে নতুন করে আবার আঘাত দিতে যাবেন না। কর্মকে ছোট করে দেখবেন না। ভারতের পরমানু বিজ্ঞানী ও সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বাবা মুচি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ছোটবেলায় দুধ বিক্রেতা ছিলেন। কাজেই এ রকম উদাহরণ এ সমাজে আরো বহু আছে। আসুন নিজেকে বদলে দেওয়ার পাশাপাশি সমাজকেও বদলে দেই। শুধু নিজের জন্য না ভেবে অসহায়-গরীব প্রতিবেশি এবং স্বজনদের জন্যও ভাবুন। তবে বর্ণচোরা-ছদ্মবেশি হিসেবে নয়, সত্যিকারের মনুষ্যত্ববোধ মানুষ হিসেবে সমাজ,দেশ ও জাতির জন্য কাজ করি। অন্যথায় নিজে অঢেল ধন-সম্পত্তির মালিক হলেও সমাজ পিছিয়ে থাকার কারণে এর সুফল ভোগ করতে পারবেন না। জড়তা-ব্যর্থতা ঝেড়ে ফেলে নিজের ভাবার সাথে সাথে সমাজ এবং দেশ নিয়েও ভাবি।
লেখক : সম্পাদক, তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম।