বানিয়াচং প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বানিয়াচং উপজেলা শাখা। রবিবার ( ৬ ডিসেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বড়বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ট নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনি একটি কুচক্রিমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। অনতিবিলম্বে এ রাষ্ট্রবিরোধী গোষ্ঠীকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।