
তবে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্য বই পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।তিনি আরো বলেন, বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি-নৈতিকতা-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতিসহ সবকিছুই রয়েছে বইয়ের ভেতরে। একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। তাই জীবনের জন্য বই প্রয়োজন। প্রত্যেকের জীবনেই একঘেয়েমি, দুঃখ-কষ্ট, অস্থিরতা, মানসিক সমস্যাসহ নানা সমস্যা থাকে। কিন্তু বই পড়লে সেসব চিন্তা মাথায় থাকে না। অতএব অবসর সময়গুলো বিনোদনের মাধ্যমে কাটানোর জন্য কত কিছুই না আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে। কিন্তু বই পড়ার মতো নির্মল আনন্দের সমতুল্য হতে পারেনি কিছুই।
এসময় আরও উপস্থিত ছিলেন, ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম সেলিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকবৃন্দ।