ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Logo এমপি মজিদ খানের মধ্যস্থতায় বানিয়াচং সৈদারটুলা ছান্দের ২ গ্রুপের দ্বন্দ্ব নিরসন Logo মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ায় মুফতি হাফিজুল হককে সংবর্ধনা প্রদান Logo আজমিরীগঞ্জে নিত্যপণ্যের মূল্য চড়া: ক্রেতাদের নাভিশ্বাস Logo একজন কর্মবীর সফল এমপি আব্দুল মজিদ খান Logo বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’কে বিদায় সংবর্ধনা Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনজুর চৌধুরী Logo বানিয়াচংয়ে ইফা শিক্ষকদের নিয়ে ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত Logo আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০লিটার চোলাই মদ জব্দ : আটক-১ Logo প্রিয় নবী মুহাম্মদ (সা.) হলেন গোটা জাতির জন্য উত্তম আদর্শ

বংশ নয় কর্মই মর্যাদার মাপকাঠি

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ৯৯ বার পড়া হয়েছে
শায়খ মাওলানা কামাল‌ উদ্দীন খান আল-হুসাইনী : মানুষের স্বভাব হলো নিজের উপর আন্দাজ করে কথা বলে। ভালো মানুষ সমাজের সবাইকে তার মতো ভালো মনে করে থাকে। আর খারাপ মানুষ সমাজের সবাইকে তার মতো খারাপ মনে করে থাকে। যদিও বেশ ধরে থাকে দরবেশের! এটা লোকদেখানো দরবেশী।
এরা নিজেরা আকাম-কুকাম সব করে। আর মানুষের কাছে পরহেজগারীর ভাব ধরে থাকে! এরা নিজেরা যেসব আকাম-কুকাম করে থাকে, সেসব আকাম-কুকামের অপবাদ ভালো মানুষদের প্রতি আরোপ করতে সদা ব্যতিব্যস্ত থাকে! ভালো মানুষদেরকে সমাজের চোখে নিজেদের সমান বানানোর জন্য! এদের জন্য শত আক্ষেপ! পরিণামে সমাজের চোখে ওরাই অপদস্ত ও অপমানিত হয়!
অতএব, অকপটে বলতেই হয় যে, আসলে ভালো মানুষরা প্রকৃতই ভালো। উন্নত মন মানষিকতা ও সমাজের উচ্চ বংশের ভদ্র লোকই হয়ে থাকে। পক্ষান্তরে খারাপ মানুষরা প্রকৃতই খারাপ, নিচ মন মানষিকতা ও সমাজের নিচ বংশের অভদ্র ও ইতর লোকই হয়ে থাকে।
এদেরকে উপদেশ করে বলবো যে, ভালো উন্নত মন মানষিকতা ও সমাজের উচ্চ বংশের ভদ্র লোক হতে পঁয়সা লাগে না। কাজ ভালো করো! সৎ ও ন্যায়পরায়ন হয়ে যাও! মন মানষিকতাকে ভালো মানুষদের মত উন্নত কর! তবেই তুমি ভালো মানুষ আর সমাজের উচ্চ বংশের ভদ্র লোক হিসেবে গণ্য হবে। নতুবা, বাপ-দাদা যতই ভালো হউক না কেন , তো‌মার কাজ-কর্ম যদি খারাপ হয় ; তবে তো‌মার বংশ মর্যাদা তো‌মার থেকে কেটে পরবে।
ও ! হ্যাঁ, যদি তুমি উচ্চ বংশের সন্তান হও , আর তো‌মার কাজ-কর্মও ভালো হয় ; তবে তখন তো‌মার বংশ মর্যাদা , তো‌মার কর্ম মর্যাদার সাথে যোগ হয়ে  তুমি হবে সমাজের চোখে দ্বিগুণ সম্মানী ও মর্যাদার অধিকারী।
মোদ্দাকথা, কর্মেই সম্মান এবং কর্মেই অপমান ইহলৌকিক জীবনেও পারলৌকিক জীবনেও। আল্লাহর কাছেও বান্দার কাছেও। সুতরাং সর্ব জীবনে সবার কাছে সম্মান পেতে হলে অবশ্যই কাজ-কর্ম সংশোধন করতে হবে। তবে সম্মান একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ্ সকলকে কর্ম সংশোধনের তাওফীক দান করুন। আমীন।
লেখক :   শিক্ষা-সচীব: মাদরাসাতুল হারামাইন ও  খতীব: ৩নং রাজবাড়ি জামে মসজিদ, বানিয়াচং , হবিগঞ্জ।

 

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বংশ নয় কর্মই মর্যাদার মাপকাঠি

আপডেট সময় ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
শায়খ মাওলানা কামাল‌ উদ্দীন খান আল-হুসাইনী : মানুষের স্বভাব হলো নিজের উপর আন্দাজ করে কথা বলে। ভালো মানুষ সমাজের সবাইকে তার মতো ভালো মনে করে থাকে। আর খারাপ মানুষ সমাজের সবাইকে তার মতো খারাপ মনে করে থাকে। যদিও বেশ ধরে থাকে দরবেশের! এটা লোকদেখানো দরবেশী।
এরা নিজেরা আকাম-কুকাম সব করে। আর মানুষের কাছে পরহেজগারীর ভাব ধরে থাকে! এরা নিজেরা যেসব আকাম-কুকাম করে থাকে, সেসব আকাম-কুকামের অপবাদ ভালো মানুষদের প্রতি আরোপ করতে সদা ব্যতিব্যস্ত থাকে! ভালো মানুষদেরকে সমাজের চোখে নিজেদের সমান বানানোর জন্য! এদের জন্য শত আক্ষেপ! পরিণামে সমাজের চোখে ওরাই অপদস্ত ও অপমানিত হয়!
অতএব, অকপটে বলতেই হয় যে, আসলে ভালো মানুষরা প্রকৃতই ভালো। উন্নত মন মানষিকতা ও সমাজের উচ্চ বংশের ভদ্র লোকই হয়ে থাকে। পক্ষান্তরে খারাপ মানুষরা প্রকৃতই খারাপ, নিচ মন মানষিকতা ও সমাজের নিচ বংশের অভদ্র ও ইতর লোকই হয়ে থাকে।
এদেরকে উপদেশ করে বলবো যে, ভালো উন্নত মন মানষিকতা ও সমাজের উচ্চ বংশের ভদ্র লোক হতে পঁয়সা লাগে না। কাজ ভালো করো! সৎ ও ন্যায়পরায়ন হয়ে যাও! মন মানষিকতাকে ভালো মানুষদের মত উন্নত কর! তবেই তুমি ভালো মানুষ আর সমাজের উচ্চ বংশের ভদ্র লোক হিসেবে গণ্য হবে। নতুবা, বাপ-দাদা যতই ভালো হউক না কেন , তো‌মার কাজ-কর্ম যদি খারাপ হয় ; তবে তো‌মার বংশ মর্যাদা তো‌মার থেকে কেটে পরবে।
ও ! হ্যাঁ, যদি তুমি উচ্চ বংশের সন্তান হও , আর তো‌মার কাজ-কর্মও ভালো হয় ; তবে তখন তো‌মার বংশ মর্যাদা , তো‌মার কর্ম মর্যাদার সাথে যোগ হয়ে  তুমি হবে সমাজের চোখে দ্বিগুণ সম্মানী ও মর্যাদার অধিকারী।
মোদ্দাকথা, কর্মেই সম্মান এবং কর্মেই অপমান ইহলৌকিক জীবনেও পারলৌকিক জীবনেও। আল্লাহর কাছেও বান্দার কাছেও। সুতরাং সর্ব জীবনে সবার কাছে সম্মান পেতে হলে অবশ্যই কাজ-কর্ম সংশোধন করতে হবে। তবে সম্মান একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ্ সকলকে কর্ম সংশোধনের তাওফীক দান করুন। আমীন।
লেখক :   শিক্ষা-সচীব: মাদরাসাতুল হারামাইন ও  খতীব: ৩নং রাজবাড়ি জামে মসজিদ, বানিয়াচং , হবিগঞ্জ।