স্টাফ রিপোর্টার : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জমিয়ত। সোমবার (২৬ অক্টোবর) বাদ আছর গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিন রাস্তার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়ত সভাপতি আল্লামা শায়খ মখলিছুর রহমান ( দা: বা:)’র সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা মাওলানা বশির আহমদ এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসূফী, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, ক্বারী কমর উদ্দিন, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা সারা বিশ্বের মুসলমানের অন্তরে কুঠারাঘাত করেছে। ফ্রান্সের যতসব পণ্য আছে সেসব পণ্য একযোগে বয়কট করতে হবে। এ ক্ষেত্রে মুসলমান ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। অবিলম্বে বাংলাদেশ থেকে ফ্রান্সের রাষ্টদূতকে প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।