স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগরীতে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ছিলাউড়া নোয়াপাড়া গ্রামের কৃতি সন্তান সদ্য প্রয়াত হাজী সোনা মিয়া স্মরণে মঙ্গলবার বাদ জোহর এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ এতে অংশ গ্রহন করেন, ব্যবসায়ী, রাজনীতিদসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ সিলেট নগরীর ১৮ নং ওয়ার্ডে বসুন্ধরা -২৫ শান্তিকুঞ্জ রায়নগর রাজবাড়িস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ আব্দুল হাফিজ চৌধুরী’র বাসভবনে এবং তাঁর উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে অংশ গ্রহন করেন, মরহুমের সুযোগ্য উত্তরসূরী ও তাঁর বড় কন্যা রেজু বেগম,তাঁর নাতী মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ,চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের পাশাপাশি মরহুমের অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুসল্লী মোঃ শাজাহান চৌধুরী,মোঃ আতিক হোসাইন, মোঃ কামরুল হাসান,মোঃ মিন্টু আহমেদ প্রমূখ৷ উক্ত অনুষ্ঠানে মোনাজাত পেশ করেন উপমহাদেশে প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রয়াত আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আমিন উদ্দীন শায়েখ কাতিয়া ( রহঃ)’র হুজুরের সুযোগ্য খলিফা ও দরগায়ে হযরত শাহ্ পরাণ (রহঃ) জামে মসজিদের সাবেক খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী হুজুর৷ অনুষ্ঠানে আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাফিজ চৌধুরী তাঁর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অত্যন্ত পরহেজগার ও সাদা মনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন জনাব হাজী সোনা মিয়া সাহেব৷ তাঁর আকষ্মিক মৃত্যুতে আমরা খুবই শোকাহত ও ব্যতিত৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা একজন মহান ব্যক্তিকে হারিয়েছি। তাঁর প্রেরণা সত্য, ন্যায় ও প্রগতিশীলতার পক্ষে ছিল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়৷