আসলামউজ্জামান, ইতালি থেকে : হাঁটি হাঁটি পা পা করে চার বছরে পদার্পণ করল কাঁশবন প্রাইভেট লিমিটেড। চার বছর আগে কয়েকজন বন্ধু মিলে পরিকল্পনা করেছিল চাকরির পাশাপাশি কোন একটি প্রতিষ্ঠান গড়ার এবং ক্ষুদ্র সঞ্চয়ের মধ্য দিয়ে শুরু হলো তাদের সেই যাত্রা।বহু ঘাত- প্রতিঘাত উপেক্ষা করে আজ তারা গড়ে তুলেছে কাঁশবন প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। মূলত তাদের ইচ্ছা প্রবাসীদের নিয়ে কাজ করা, আর যার মূল কারণ তারা নিজেরাই প্রবাসী।ইতি মধ্যেই তাদের সেবা প্রবাসীদের মাঝে অব্যাহত রয়েছে। কাঁশবন আবাসিক প্রকল্পে প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ ছাড়! সদ্য প্রবাসীদের জন্য “নিজের বাড়ি, নিজে করি” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকার অদূরে মোহাম্মদপুরের সিলিকন সিটিতে “প্রবাসী টাওয়ার” নামের বহুতল ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করা হয়েছে।গতকাল ইতালির গরিঝিয়া মনফালকনের স্থানীয় একটি হলরুমে করোনার স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের সকল অংশীদারদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় চলতি প্রোজেক্টের সকল অংশীদার এবং কোম্পানির কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন অংশীদারদের হাতে জমি ক্রয়কৃত বায়নানামা তুলে দেন। বায়নানামা হাতে পেয়ে সকলেই আনন্দিত হন।

sent Today at 6:00 AM