শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনদের জন্য নির্মণাধীন ঘর পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণ পাড়া গ্রামে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সিএ ফয়জুর রহমান রুবেল ও ইউপি সদস্য মোঃ সাহেদ মিয়া প্রমুখ। এর আগে সকাল ৮টায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

বানিয়াচং উপজেলায় ভূমিহীনদের জন্য ১ম ধাপে মোট ৫৫টি ঘর নির্মাণ হচ্ছে। প্রত্যেক ঘরে ব্যয় হবে ১লাখ ৭১ হাজার টাকা। সারাদেশে একযোগে ভূমিহীনদের জন্য জায়গাসহ ঘর নির্মাণ করে দিচ্ছে আওয়ামীলীগ সরকার। সরকারের পক্ষ থেকে জায়গাসহ ঘর পেয়ে বেজায় খুশি ভূমিহীনরা।