আপডেট সময়
১২:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
৭৮
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : দেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাস ভবনে হামলা ও তান্ডব, ব্যাপক ভাংচুর এবং পুলিশের সাথে সংঘর্ষ ঘটানোর প্রতিবাদে হবিগঞ্জে বিশাল মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, এসএম সুরুজ আলী, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজাল আলী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী শাহেদ,
আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সারোয়ার সিকদার, বাহুবল উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর নুর, মাধবপুর প্রেসক্লাব সভাপতি শেখ মহিউদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আবুল কালাম আজাদ, ইমদাদুল হোসেন খান, আলাউদ্দিন আল-রনি, এমএ আহমদ আজাদ, নুরুল ইসলাম মনি, আব্দুর রকিব, মইনুল হাসান রতন, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শিব্বির আহমদ আরজু, শেখ হামির হামজা, আলমগীর মিয়া,মিলাদ মাহমুদ, আবু হেনা, কামরুল হাসান, মতিউর রহমান মুন্না, সনি চৌধুরী, তছনু চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাস বভনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে তথ্য উদঘাটন করে অন্যান্য হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।