আমিন ইকবাল : লিখতে হলে প্রচুর পড়তে হবে। তবে, পড়াশোনা কেবল বইয়ের পাতায় সীমাবব্ধ রাখা যাবে না; প্রকৃতি এবং মানুষকেও পাঠ করতে হবে।
প্রকৃতিপাঠ মানে—প্রকৃতির কাছাকাছি যাওয়া। প্রকৃতিকে উপলব্ধি করতে জানা। রাতের নীরবতা কেমন হয়, আকাশের জোছনা কতোট স্নিগ্ধ হয়, নদীর ঢেউয়ে কেমন ছন্দ থাকে, রোদের প্রখরতায় কতটুকু তেজ ওঠে, গাছের পাতা কতোটা সজীব হয়, পাখির সুর কেমন মায়াবী হয়—ইত্যাদি বিষয় হৃদয়াঙ্গম করতে পারাই প্রকৃতিপাঠ।
একইভাবে আমাদের চারপাশের মানুষের জীবন কেমন, তাদের সুখ-দুঃখের গল্প কী? বড়রা কীভাবে বড় হয়েছেন, তাদের সাধনা কেমন ছিল, চলনে-বলনে আলাদা কী বৈশিষ্ট্য আছে—ইত্যাদি বিষয় মনের চোখে উপলব্ধি করতে পারাই মানুষপাঠ।
কাগুজে বইয়ে কিন্তু মানুষ আর প্রকৃতির গল্পই লেখা হয়।
লেখক : বিভাগী সম্পাদক, জাতীয় দৈনিক সময়ের আলো।