শাহ জালাল উদ্দিন জুয়েল :
ঢাকার ধানমন্ডি লেক, বনানী লেক, হাতিরঝিল এবং চন্দ্রিমা উদ্যানের মত একটি নিরিবিলি সুন্দর পরিবেশের লেকভিউ এর স্বপ্ন দেখছে হবিগঞ্জবাসী। স্বপ্ন দেখতেই পারে। কারণ, যেখানে দাঁড়িয়ে আছে নিরিবিলি সুন্দর পরিবেশ, আছে বন্ধু-বান্ধবের আড্ডা দেওয়ার মত মনোরম পরিবেশ, আছে খোলা আকাশের নিচে ঘোরাঘুরি করার উম্মুক্ত পরিবেশ।
পুরাতন খোয়াই নদীর ঐতিহ্য কিভাবে ধরে রাখা যায় সরকারি বৃন্দাবন কলেজ, মহিলা কলেজ এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আনন্দিত হয়ে বলেন, আমাদের পুরাতন খোয়াই নদীর ঐতিহ্য ধরে রাখার সাথে সাথে সবার দিক বিবেচনা করে, সামাজিক পরিবেশ উন্নত রাখতে, আমাদের মত যারা ছাত্র-ছাত্রী ও তরুণ-তরুণীরা আছেন তাদের অবসর সময় কাটানোর দিক চিন্তা-ভাবনা করে অবিলম্বে হবিগঞ্জের মধ্যে অর্থাৎ, পুরাতন খোয়াই নদীকে ঘিরে একটি মনোরম পরিবেশে লেক করার দাবি জানান। হবিগঞ্জের মধ্যে বলতে স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ, সবুজবাগ, মুসলিম কোয়াটার, শ্যামলী এবং পুরানমুন্সীফিকেই ধরা হয়। স্টাফ কোয়ার্টার বা অফিসার্স কোয়াটার এর মত একটি ঠায় দাঁড়িয়ে আছে হবিগঞ্জের ঐতিহ্যবাহি পুরাতন খোয়াই নদীটি । যেখানে ইচ্ছা করলেই একটি নিরিবিলি লেক তৈরি করা সম্ভব ।

লেখক : সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, হবিগঞ্জ জেলা।