মোক্তাদির হাসান সেবুল, বানিয়াচং : মুসলিম উম্মাহ এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হাফেজদের সামাজিক সংগঠন “ বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন” এর নেতৃবৃন্দ। দেশে একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে বন্যা। এ দু’য়ের যাতাকলে পড়ে মানুষ প্রায় নি:স্ব। শত দুঃখ-কষ্ট বুকে চাপা দিয়েও পবিত্র ঈদুল আযহার আনন্দে মেতে উঠেছেন পবিত্র ইসলাম ধর্মের অনুসারীরা। দেখা হলেই করছেন একে অপরের সাথে কুশল বিনিময়। নিচ্ছেন খোঁজ-খবর। সংবাদপত্রের মাধ্যমে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহসভাপতি মুফতি আবু ছালেহ মিছবাহ, সহসভাপতি হাফেজ মাওলানা শাহনুর, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম তাওহীদ, কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী হাফেজ মোঃ মমিনুল ইসলাম, পর্তুগাল প্রবাসী হাফেজ আবু সাঈদ আহমদ, সৌদি প্রবাসী হাফেজ মাওলানা খাইরুল আলম, হাফেজ মামুনুর রশীদ, হাফেজ জামাল আহমদ, হাফেজ আবিদ মিয়া, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ কামরুল ইসলাম, হাফেজ জাসেদ, হাফেজ সুজাত, হাফেজ ইকবাল হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালে সমাজসেবার ব্রত নিয়ে একঝাঁক মেধাবী কোরআনে হাফেজদের নিয়ে গঠিত হয় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এ ফাউন্ডেশন এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালন, গরীব-অসহায় ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, হিফজুল কোরআন প্রতিযোগিতা, গরীবদের মাঝে খাদ্য বিতরণসহ নানান সামাজিক কাজ করে যাচ্ছে এ সংগঠন। এর সংগঠনের মাধ্যমেই বানিয়াচং গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে এবং সুষ্ঠুভাবে পরিচালনাসহ এর ব্যয়ভারও বহন করছে এ সংগঠন। এ সংগঠনের প্রধান লক্ষ্য হচ্ছে ঐতিহ্যবাহী জনপদ বানিয়াচংয়ে আন্তর্জাতিকমানের একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দসহ প্রত্যেক সদস্য।