স্টাফ রিপোর্টার : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির।
দু’গ্রুপের অস্ত্রের মহড়ার ভিডিও চিত্র ধারণ করেছিলেন তিনি। বিষয়টি মহড়াকারীরা দেখতে পেয়ে ভিডিওকৃত মোবাইলটি ছিনিয়ে নিতে উদ্যত হয়। এক পর্যায়ে তার বুকে গুলি ছুড়ে মোবাইলটি ছিনিয়ে নেয় তারা। কিন্তু ততক্ষনে তার বুকে ২৬ টি স্পিন্টার বুকে ঢুকে যায়। এরপর তিনি মারা যান।