বদরুল লস্কর, বানিয়াচং থেকে হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে সহিংসতায় আহত বানিয়াচং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। আহত নেতৃবৃন্দদেরকে দেখতে ও তাদের চিকিৎসার খবর নিতে ১ মার্চ সোমবার বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি।
এ সময় তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ ও উপজেলা যুবলীগের সদস্য কাওসার আহমেদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ- খবর নেন। আহত যুবলীগ নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের লোকজন অতর্কিতভাবে হামলা করে তাদেরকে আহত করেছে। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল ও শেখ জোবায়ের জসিম প্রমূখ।