মোঃ বাহার উদ্দিন, লাখাই থেকে : নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করে যেতে হবে। জনগণকে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে হবে। লাখাইকে করোনা মুক্ত করতে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই। এছাড়া মাদক ও দাঙ্গামুক্তসহ বাল্যবিবা রোধে লাখাই উপজেলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। করোনাকালে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের প্রতিটি দূর্যোগে পুলিশ জনগণের পাশে থাকবে। শুক্রবার ( ৭ আগস্ট) বিকালে করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারে নিয়োজিত লাখাই থানা সেচ্চাসেবীদের মাঝে অর্নিবাণ লাইব্রেরীর পক্ষ থেকে মাস্ক, পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, অনির্বাণ লাইব্রেরীর সদস্য ও উদ্যোক্তা সুরজিত চক্রবর্তী, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার আঃ কাদির। ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফারুক আহেমদ, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাখাইর পরিচালক এম.এ মতিন, প্রধান শিক্ষক নুরুল আমিন, এস.এম সাদিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ আহমেদ প্রমুখ। সভায় লাখাইর করোনা আক্রান্ত ও সৎকারে নিয়োজিত সেচ্ছাসেবীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
নিজ নিজ অবস্থান থেকে করোনা প্রতিরোধে কাজ করে যেতে হবে- অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- ৮৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ