আবুল কালাম আজাদ, ইংল্যান্ড থেকে : ফের ২য় বারের মতো যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্বি পাচ্ছে। বেশ কিছুদিন যাবৎ দৈনিক চার হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ। ভাইরাস নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিচ্ছে সেখানকার সরকার।
১৪ সেপ্টেম্বর থেকে ৬ জনের বেশি মানুষ জমায়েত না হওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় উত্তর পূর্ব ইংল্যান্ডের বেশ কয়েকটি কাউন্সিল লকডাউনে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শনিবার হাউজ অব কমন্সে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন বিধি নিষেধের ফলে ২ মিলিয়নের বেশি মানুষ বাড়ির বাইরের কারো সাথে মিশতে পারবে না। রেস্টুরেন্ট ও পাম্প সমূহকে রাত ১০টার মধ্যে বন্ধের নিদের্শ দেয়া হয়েছে। শুধুমাত্র সিটি কাস্টমারদের খাবার পরিবেশনের সুযোগ থাকবে। গত রাত থেকে যেসকল এলাকায় এই নিদের্শনা জারি হচ্ছে সেগুলো হচ্ছে নর্থাাম্বারল্যান্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, নর্থ ও সাউথ টাইনেসাইড, গাটশেড এবং কাউন্টি ডরহাম কাউন্সিল এলাকা। হেলথ সেক্রেটারী এসকল এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, সান্ডারল্যান্ডে প্রতি লাখে প্রায় ১০৩ আক্রান্ত হয়েছে। অন্যদিকে সাউথ টাইনেসাইড, গেটসহেড এবং নিউক্যাসল এলাকায় ৭০ জন করে আক্রান্ত। এছাড়া ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় পজিটিভ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন।