এম.মুজিবুর রহমান, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৭ জোড়া ডাকাতি মামলার প্রধান আসামী আরশ (৩৪) কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার গভীররাতে তাকে ওই উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি একই উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মৃত মোজাফফর উল্লার পুত্র । পুলিশ জানায়- আরশ আলীর বিরুদ্ধে নবীগঞ্জ, হবিগঞ্জ, বাহুবল, ও মৌলভীবাজার থানায় ১৪টি ডাকাতি মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আরশ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এমনকি সে সিলেট বিভাগের সবকটি জেলা ছাড়া ও ব্রাম্মণ বাড়িয়া, কুমিল্লা অঞ্চলে ডাকাতি কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে । আরশ আলীর সঙ্গীয় ডাকাত আজমল আলীর পুত্র নজির মিয়াকে গত ২৮ ফ্রেব্রুয়ারি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির মূল পরিকল্পনাকারি হিসেবে আরশ আলীর নাম প্রকাশ পায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান সত্যতা নিশ্চত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরশ আলীকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ৭ জোড়া ডাকাতি মামলার আসামী আরশ পুলিশের খাঁচায় বন্দি
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- ১০৪ বার পড়া হয়েছে
ট্যাগস