নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপি নেতা নুরুল আমিনকে চাদাঁ না দেয়ায় প্রতিপক্ষের লোকজনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী রিয়াজুল হক রাজু বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার করগাঁও ইউনিয়নের পুরষোত্তমপুর জলচর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হিসেবে রিয়াজুল হক রাজু দায়িত্ব পালন করে আসছেন।
গত ১ বছর যাবত সর্দারপুর মৌজার ভান্ডাভান্ডি জলমহাল নীতিমালা অনুসারে লীজের মাধ্যমে ভোগ করে আসছেন তিনি। জলমহালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি নানাভাবে রিয়াজুল হক রাজুকে হুমকি দিচ্ছেন।
গত ৪ এপ্রিল নবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাজু ও তার পিতা শাহজাহান মিয়াকে পুনরায় বিএনপি নেতা নুরুল আমিনসহ ৩জন অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিন এগিয়ে আসলে রাজু ও তার পিতা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
এঘটনার প্রতিকার চেয়ে গত ৫ এপ্রিল নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাজু।
এ ব্যাপারে নুরুল আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।