নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মহান আল্লাহ ও হুজুরদের নিয়ে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্য করার অপরাধে নবীগঞ্জে অর্পণ সুত্রধর (২৪) নামের এক হিন্দু যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
(৩০) মার্চ রাতে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয় থানা পুলিশ । পরে পুলিশ তাকে থানায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে৷ সাজাপ্রাপ্ত অর্পণ সুত্রধর নবীগঞ্জ উপজেলার দীঘল বাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সুত্রধরের ছেলে।
স্থানীয়রা জানান, অর্পণ সুত্রধর সোস্যাল মিডিয়ায় মহান আল্লাহ ও হুজুরদের নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এতে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষোভে ফুসে উঠলে রাতেই তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্পণ সূত্র ধরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম,পিপিএম, থানার ওসি ডালিম আহমেদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি শান্ত হয়।