স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে : প্রতারণা মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারকৃত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপি মেম্বার হাসান আলী উস্তার (৫৫) ও তার ভাতিজা শাহিন মিয়া (৪০)কে জেলা গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল বিজ্ঞ আদালত তাদের রিমান্ডের বদলে জেল গেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। এ মামলায় অপর আসামী মোশাহিদ মিয়া এখনও পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারের ব্যবসায়ী রুমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে একই একই ইউনিয়নের রায়পুর গ্রামের মেম্বার উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিন মিয়া ৭ লাখ টাকা নেয়। কিন্ত জায়গা বুঝিয়ে না দিয়ে নানা অজুহাতে টাল বাহানা করতে থাকে তারা । ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে না দিয়ে টাকাও ফেরত দিচ্ছে না।
উল্টো ব্যবসায়ী রুমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এনিয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও আউশকান্দি বাজার এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার খালেদ আহমদ জজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সালিশ বিচারের মাধ্যমে টাকা ফেরত কথা রায় হলেও আসামী পক্ষ টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করে। পরে বাধ্য হয়ে ব্যবসায়ী রুমান মিয়া আইনের আশ্রয় নেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে।