নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় পলাতক আসামী উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহানুর আলম ছানুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বে একই মামলায় পলাতক আসামী হিসেবে তার ছোট ভাই মোঃ নাজমুল আলমকে (৩০) গ্রেফতার করে পুলিশ। তারা পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়-সিলেট কোতোয়ালী থানায় ফরিদা আক্তার নামের জনৈকা এক মহিলা পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং মামলায় বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহানুর আলম ছানু ও তার সহোদর নাজমুল আলমকে পর্যায়ক্রমে গ্রেফতার করে পুলিশ। এর নেতৃত্ব দেন নবীগঞ্জ থানার এস আই রুহুল আমীন, এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ। তাকে নবীগঞ্জ শহরের বাংলা টাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান। উল্লেখ্য, তিনি ইতিপূর্বেও বিভিন্ন কর্মকান্ডে সমালোচিত হন। বৃহস্পতিবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।