স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার উত্তর পূর্বাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলার শিকার হন দিন মজুর মোঃ আব্দুল্লাহ (৫৫)৷ এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্র -পত্রিকায় প্রচার এবং প্রকাশ হয়৷ এ নিয়ে মাদক ব্যবসায়ী চক্রের সন্ত্রাসীরা এবার দিনমজুর আব্দুল্লাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিসহ এলাকা ছাড়ানোর একাধিক হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন৷ মাদক সন্ত্রাসীদের হুমকি- ধামকির কারনে তিনি ঘর-বাড়ি থেকে বেরোতে পারছেন না। এ ঘটনায় নির্যাতন ও হামলার শিকার উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের দিন মজুর মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে কতিপয় দূর্বৃত্তদের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে হামলাকারী মাদক সন্ত্রাসী বাহিনীর কঠোর শাস্তির দাবী জানান৷
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দিনমজুর আব্দুল্লাকে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে দূর্বৃত্তরা
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- ১০৩ বার পড়া হয়েছে
ট্যাগস