নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতিকালে বসতঘরে ছালেমা বেগম (৪৫) নামে এক মহিলাকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার(০২ আগস্ট)গভীর রাতে করগাও গ্রামে। মৃত ছালেমা বেগম এ গ্রামের মিলন মিয়ার স্ত্রী।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন,পাড়া- প্রতিবেশীসহ এলাকায় চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় ছালেমা বেগম মেয়ে শান্তা বেগমকে নিয়ে এক সাথে শুয়ে পড়েন। ভোর বেলা হঠাৎ করে মেয়ে চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী। এসে দেখতেন পান গলাকাটা অবস্থায় পড়ে রয়েছেন ছালেমা বেগম।পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মামলার সুরতহাল রিপোর্ট তৈরি করেন এস আই আবু সাঈদ। ছালেমা বেগমের স্বামী বলেন,আমার ২টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমকে কে বা কারা গলাকেটে হত্যা করেছে। ডাকাতরা ছালেমা বেগমের কাছ থেকে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, দূর্বৃত্তরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতের আইনের আওতাধীন নিয়ে আসবো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ বাহুবল এর সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী।